সোমা সভাপতি, আজাদ সাধারণ সম্পাদক
ঢাকা সাব-এডিটর কাউন্সিল নির্বাচনে সভাপতি পদে নাছিমা আক্তার সোমা ও সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। আজ সোমবার দুপুর ১টা থেকে ৭টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ ভোটগ্রহণ হয়।
নবনির্বাচিত সভাপতি নাছিমা আক্তার সোমা ২৬৪ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল বারী পেয়েছেন ২২৫ ভোট। সহ-সভাপতি পদে ২৮৬ ভোট পেয়ে কে এম শহীদুল হক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ সানাউল্লাহ পেয়েছেন ২১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৪৪ ভোট পেয়ে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২১১ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুক্তাদির অনিক ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নোমান সালমান পেয়েছেন ২০৭ ভোট। কোষাধ্যক্ষ পদে ৩০৫ ভোট পেয়ে এ কে এম ওবায়দুর রহমান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবীর তমাল পেয়েছ্নে ২৮৬ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে ৩২৪ ভোট পেয়ে জাকির হোসেন ইমন নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আফজাল হোসেন পেয়েছেন ২৪৪ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৩১৫ ভোট পেয়ে আরিফা সুলতানা নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ মান্নান মিয়া পেয়েছেন ২৭৪ ভোট। দপ্তর সম্পাদক পদে ২৯০ পেয়ে আবু কাউসার খোকন বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম মো. আব্দুল ওয়াদুদ পেয়েছেন ২৭৭ ভোট। ক্রীড়া ও সংস্কৃতি পদে ২৯০ ভোট পেয়ে আবুল কালাম নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুম আহাম্মদ পেয়েছেন ২৫৬ ভোট। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে ২৯৩ ভোট পেয়ে অলক বিশ্বাস নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এম জহিরুল ইসলাম পেয়েছেন ২৭৫ ভোট।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আনজুমান আরা শিল্পী, আরিফ আবেদীন জিশান, আলম হোসেন, ইদ্রিস মাদ্রাজি, জাওহার ইকবাল খান, দিলরুবা খান, দীপক ভৌমিক, মোমেনা আক্তার পপি, লাবিন রহমান ও সিদ্ধার্থ শঙ্কর ধর।