ঝিনাইদহে পাখি সংরক্ষণের জন্য র্যালি
ঝিনাইদহে ‘পাখির জন্য অভয়াশ্রম গড়ি, পরিবেশ রক্ষা করি’ এ স্লোগানকে সামনে রেখে পাখি সংরক্ষণে সচেতনতা বাড়াতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালকুদার, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কানিজ হোসেন জাহান।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় পাখি সংরক্ষণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে বিভিন্ন স্থানে পাখির অভয়াশ্রম গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।