পটুয়াখালীতে জেএমবি সন্দেহ আটক ৪
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
আজ রোববার সকাল ১০টার দিকে থানা মসজিদের দক্ষিণ পাশ থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যাগ তল্লাশি করে বেশ কিছু সন্দেহজনক জিনিসপত্র উদ্ধার করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালীর মিলন শিকদার (২৮) ও কামাল হোসেন (৩০) এবং ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাবুল খাঁ (৪৫) ও পাপ্পু (২৮)।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহনেওয়াজ বলেন, জেএমবির সদস্য সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো যাবে।