অ্যাটকো সভাপতির মুক্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন

এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে আজ মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সদরে মানববন্ধন ও সমাবেশ করা হয়।
তেঁতুলিয়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধনে সংবাদকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি, পেশা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে পঞ্চগড় জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এনটিভির পঞ্চগড় প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. সোহরাব আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক আশরাফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
মানববন্ধনের পর সমাবেশে বক্তারা অবিলম্বে মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।