সাংবাদিকদের ওপর হামলায় অ্যাটকোর নিন্দা
বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশের দিন ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলা ও গণমাধ্যমের যানবাহন ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ টেলিভিশন চ্যানেল সমূহের মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে একটি দলের উচ্শৃঙ্খল কর্মীরা সংবাদ সংগ্রহে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের ওপর হামলা এবং গণমাধ্যমের যানবাহনে ভাঙচুর করে। অ্যাটকোর পরিচালকমণ্ডলীর এক জরুরি সভায় এই ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে যারা এসব ঘটনায় দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। এই সন্ত্রাসী ঘটনায় সকল নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানো হয়।
সভায় সিদ্ধান্ত হয় যে, আগামীতে যে দলের নেতাকর্মীদের হাতে সাংবাদিকরা লাঞ্ছিত ও বাধাগ্রস্ত হবেন এবং গণমাধ্যমের যানবাহন হামলার শিকার হবে, সেই দলের বিরুদ্ধে অ্যাটকো অবস্থান নিতে বাধ্য হবে।
সভায় সেদিন রাজনৈতিক কর্মসূচি চলাকালীন সময়ে প্রধান বিচারপতির সরকারি বাসভবনের ওপর হামলা, একজন পুলিশ সদস্যকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা এবং সাধারণ যানবাহনে অগ্নিসংযোগের সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।