মেয়রের দায়িত্ব নিলেন গউছ
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় কারাগারে বন্দি থাকা অবস্থায় নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশাল জনতার মিছিল সহকারে গউছ পৌরসভায় আসেন। তখন ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাসসহ কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে স্বাগত জানান।
এ সময় পৌরসভা ভবনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র জি কে গউছ আবারও নিজেকে নির্দোষ দাবি করেন।
মেয়র বলেন, ‘কিবরিয়া হত্যাকাণ্ডের সময় আমি পবিত্র হজ পালনে সৌদি আরব ছিলাম। কিবরিয়ার মতো গুণী মানুষকে আমি শ্রদ্ধা করি। তাঁকে হত্যায় আমি জড়িত নই। আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা বিস্ফোরণ মামলায় আসামি করা হয়েছে। আমি কারাগারে থাকা অবস্থায় জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে প্রমাণ করেছে আমি অপরাধী নই।’
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার তৃতীয় সম্পূরক অভিযোগপত্রে গউছের নাম আসামি হিসেবে সংযুক্ত করা হয়। ২০১৪ সালের ২৮ ডিসেম্বর তিনি হবিগঞ্জ আমলি আদালতে আত্মসমর্পণ করেন। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে সাময়িক বরখাস্ত করে।
কারাগারে থেকেই ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন জি কে গউছ। ২০১৬ সালের ২৭ জানুয়ারি প্যারোলে মুক্ত হয়ে সিলেটে শপথগ্রহণ করেন তিনি। ওই বছরের ২০ মার্চ তাঁকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়।
গত ৪ জানুয়ারি ৭৩৯ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান জি কে গউছ। ২৩ জানুয়ারি মেয়র জি কে গউছকে সাময়িক বরখাস্ত আদেশ স্থগিত করেন হাইকোর্ট। গউছ বিএনপি কেন্দ্রীয় কমিটির সমবায়বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।