তৃণমূল লীগ নেতার বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার, আটক ৪
দিনাজপুরে আওয়ামী লীগের সমর্থক সংগঠন তৃণমূল লীগের সভাপতিসহ কয়েক বাড়িতে অভিয়ান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। এ সময় সংগঠনটির সভাপতিসহ চারজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন শহরের মির্জাপুর এলাকার কালুর মোড়ের আওয়ামী তৃণমূল লীগের সভাপতি জয়ন্ত মিশ্র, তাঁর ভাই সুশান্ত মিশ্র, ভাতিজা সাধন চক্রবর্তী ও লিমন।
আজ বুধবার ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান চলে বলে জানান র্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার মেজর মাহমুদ। তিনি জানান, মাদকদ্রব্যের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে জয়ন্ত, সুশান্ত ও সাধনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় প্রায় সাত বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হবে বলে জানান মেজর মাহমুদ।