মংলায় বাঁধন কম্বিনেশনের শিক্ষাবৃত্তি প্রদান
বাগেরহাটের মংলায় ‘বাঁধন কম্বিনেশন’ শতাধিক গরিব ও মেধাবী ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি দিয়েছে। আজ বুধবার বিকেলে মংলা উপজেলার চাঁদপাই ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে এ শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার হাই, যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক হাফিজুর রহমান মিনার, শিক্ষাবৃত্তির ডোনার বাঁধন কম্বিনেশনের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী বিলাস হালদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ ও বিলাস হালদারের সহধর্মিণী শম্পা হালদার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাঁধন কম্বিনেশন মংলার সমন্বয়কারী বিবেকানন্দ মণ্ডল। অনুষ্ঠানে মংলার বঙ্গবন্ধু মহিলা কলেজ, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়, মংলা বালিকা উচ্চ বিদ্যালয়, চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয় ও মালগাজী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক গরিব এবং মেধাবী ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
বাঁধন কম্বিনেশনের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী এবং শিক্ষাবৃত্তির ডোনার বিলাস হালদার বলেন, শতাধিক ছাত্রছাত্রীকে ছয় মাসের বেতন ও পরীক্ষার ফি হিসেবে দুই লাখ টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এটি চলমান থাকবে এবং বেতন-ফিস ছাড়াও স্পন্সর ছাত্রছাত্রীদের বাঁধন কম্বিনেশনের পক্ষ থেকে অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।