অবশেষে পঞ্চগড় জেলা জজসহ চার বিচারককে বদলি
অবশেষে পঞ্চগড় জেলা ও দায়রা জজসহ চার বিচারককে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান রাষ্ট্রপতির আদেশক্রমে পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদেরকে বদলির এই আদেশ দেওয়া হয়।
বদলিকৃত বিচারকরা হলেন- পঞ্চগড় জেলা ও দায়রা জজ মো. গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মণ্ডল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুজ্জামান এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুহেনা সিদ্দিকী। তাদেরকে সংযুক্ত কর্মকর্তা হিসেবে আইন ও বিচার বিভাগে বদলি করা হয়েছে।
অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে গত ২৬ জানুয়ারি পঞ্চগড় আদালত ঘেরাও করে রাখা হয় এবং মহাসড়ক অবরোধ করা হয়। দীর্ঘ ছয় ঘণ্টা বিচারক, কর্মকর্তা-কর্মচারী, বিচার প্রার্থী, আইনজীবীসহ সাধারণ মানুষকে অবরুদ্ধ করে রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা। রাত ৮ টায় জেলা প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি প্রত্যাহার করে আদালত চত্বর ত্যাগ করেন তারা।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারির পর থেকে ওই চার বিচারক আর আদালতে বসেননি। তারা চারজনই ছুটিতে ছিলেন। আদালতের ওই সূত্রটি আরও জানায়, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুজ্জামানকে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।