র্যাবের গোয়েন্দা প্রধানকে সিঙ্গাপুর থেকে সিএমএইচে ভর্তি
সিলেটে জঙ্গিবিরোধী অভিযানের সময় বাইরে বোমা বিস্ফোরণে গুরুতর আহত র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে লাইফ সাপোর্টসহ সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।
বুধবার রাত সোয়া ৮টায় লেফটেন্যান্ট কর্নেল আজাদকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এ খবর নিশ্চিত করেছে। সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আবুল কালাম আজাদকে লাইফ সাপোর্টসহ ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। ঢাকায় আসার পর তাঁকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
সিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গিবিরোধী অভিযানের সময় গুরুতর আহত আহত হন আবুল কালাম আজাদ। পরে উন্নত চিকিৎসার জন্য রোববার সন্ধ্যায় তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।