নাটোরে অস্ত্র উদ্ধার, আটক ১
নাটোরে দুটি বিদেশি অস্ত্র, ছয়টি গুলিসহ একজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শুক্রবার সকালে নাটোর সদর উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে ইমরান আলী নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেনের ভাষ্য, সকালে নাটোর সদর উপজেলার পাইকেরদোল এলাকার পরিতোষ রায়ের বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। পূর্ববিরোধের জের ধরে পরিতোষকে ফাঁসানোর জন্য একই এলাকার ইমরান হোসেন অস্ত্রগুলো ওই বাড়িতে রেখেছিল। পরে ইমরানকে আটক করা হয়।