রাবির হামলাকারী ছাত্রলীগ নেতা বহিষ্কার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাসুদেব রায়ের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক সাদ্দাম হোসেন সজীবকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে সাংস্কৃতিকর্মীর ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা সজীবকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা সজীবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিকর্মীরা। সর্বশেষ গতকাল বুধবার থেকে উপাচার্যের বাসার সামনে অনশন শুরু করেন সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা।
গত ৯ জুন সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটে বাংলাদেশ গণশিল্পী সংস্থার কার্যালয়ে বাসুদেবকে পিটিয়ে পা ভেঙে দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকর্মী সজীব ও তাঁর সহযোগীরা। আহত বাসুদেব বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।