সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ পাঁচ দিন
সিলেটের সঙ্গে ঢাকাসহ সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে পাঁচ দিন। হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা রেলস্টেশনের কাছে তেলেঙ্গাছড়া রেলব্রিজের পিলার ভেঙে পড়ার পর এ অবস্থার সৃষ্টি হয়েছে।
আজ সোমবার শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানিয়েছেন, ব্রিজটির মেরামতকাজ প্রায় শেষ পর্যায়ে। আগামীকাল মঙ্গলবার থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তিনি আরো জানান, যাত্রীদের সুবিধার জন্য সিলেট থেকে হবিগঞ্জের নোয়াপাড়া এবং ঢাকা ও চট্টগ্রাম থেকে হবিগঞ্জের মনতলা স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করছে।
নোয়াপাড়া থেকে মনতলা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার রাস্তা যাত্রীরা নিজ নিজ দায়িত্বে গিয়ে অপর ট্রেনে উঠছেন কিংবা বিকল্প পথে গন্তব্যে যাচ্ছেন।
ভারি বৃষ্টিপাত ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হবিগঞ্জের তেলেঙ্গাছড়া রেলব্রিজের গোড়া থেকে মাটি সরে গিয়ে ব্রিজের একটি পিলার ধসে পড়ায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পাঁচ দিন ধরে সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ট্রেনযাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
সিলেট রুটে সারা দেশ থেকে প্রতিদিন ১০টি ট্রেন উভয় দিকে চলাচল করে।