সুনীল গোমেজ হত্যায় ‘জেএমবি সদস্য’ জাহাঙ্গীর রিমান্ডে
নাটোরের বড়াইগ্রামে ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যা মামলায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছেন গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরকে নাটোরের বিচারিক হাকিম মনিরুজ্জামানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবদুল হাই। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের পরিদর্শক নাসির উদ্দিন মণ্ডল গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি গাইবান্ধা থেকে আটক করা হয় জাহাঙ্গীরকে। সেখানে জিজ্ঞাসাবাদে নাটোরের সুনীল গোমেজ হত্যার সঙ্গে জড়িত থাকার তথ্য পায় পুলিশ।
গত বছরের ৫ জুন বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় নিজ দোকানে কুপিয়ে হত্যা করা হয় সুনীল গোমেজকে।