রাস্তার ওপর প্রাচীর নির্মাণ!
নাটোর শহরের হরিশপুর এলাকায় সড়ক বিভাগের জায়গায় প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এতে করে একটি পরিবারের চলাচল করার রাস্তা বন্ধ হয়ে গেছে।
আজ শনিবার সকালে এলাকাটি পরিদর্শন করে প্রাচীর নির্মাণ বন্ধ রাখতে বলেছেন পৌর মেয়র উমা চৌধুরী জলি। সড়ক বিভাগ ও বন বিভাগের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের হরিশপুর এলাকায় ওই প্রাচীর তোলার কারণে ডা. কানাই সরকারের পরিবারের চলাচলের রাস্তা বন্ধ হয়েছে গেছে। প্রাচীর তুলেছেন গণেশ নারায়ণ দেব। তিনি রাস্তার পাশে থাকা একাধিক গাছও কেটে নিয়েছেন।
ডা. কানাই সরকার জানান, তাঁর পৈতৃক জমি অধিগ্রহণ করে ঢাকা-রাজশাহী বাইপাস সড়ক নির্মাণ করা হয়েছে। পরে বাড়ি সরিয়ে নেওয়ার পর অধিগ্রহণ করা জমির ওপর দিয়ে যাতায়াত করতেন তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু তাঁদের প্রতিবেশী গণেশ নারায়ণ সড়কের কয়েকটি গাছ কেটে নিয়েছে গতকাল। এরপর ওই রাস্তায় প্রাচীর নির্মাণ শুরু করে। এতে করে কানাই সরকারের পরিবারের যাতায়াত বন্ধ হয়ে যায়।
গণেশ নারায়ণের ছেলে গৌরাঙ্গ নারায়ণ দেব বলেন, ‘আমাদের নিজের জমিতেই প্রাচীর নির্মাণ করছি। গাছগুলো আমাদের জমিতে ছিল তাই কেটে নিয়েছি। অন্যের চলাচল যাতে বন্ধ না হয় সে জন্য বাড়তি জায়গা রাখা হয়েছে।’
এ বিষয়ে পৌর মেয়র উমা চৌধুরী জলি জানান, তিনি আজ ওই এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন। রাস্তার ওপর প্রাচীর নির্মাণ বন্ধ করার নির্দেশ দিয়ে সেখান থেকে চলে এসেছেন। পরে কাগজপত্র দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উমা চৌধুরী আরো বলেন, পৌর এলাকায় কোনো প্রাচীর বা অন্য কোনো স্থাপনা নির্মাণ করতে গেলে পৌর কর্তৃপক্ষের পূর্ব অনুমতি লাগে। এই প্রাচীর তৈরির আগে কোনো অনুমতি নেওয়া হয়নি। তা ছাড়া রাস্তার ওপর প্রাচীর নির্মাণ করায় সেই কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।