মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর সাত কাহনিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী নিহত হয়েছে। চার কলেজ শিক্ষার্থীসহ আটজন আহত হয়েছে। আজ সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম আমেনা আক্তার (১৭)। সে গজারিয়ার কলিম উল্লাহ কলেজের একাদশ শ্রেণিতে পড়ত। আহতদের মধ্যে রয়েছে আমেনার সহপাঠী রত্না (১৭), নিপা (১৭) ও রাহাত (১৮) এবং ব্যবসায়ী মো. মনিরুজ্জামান (৪০)।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, আহতদের মধ্যে তিন শিক্ষার্থীসহ আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীরা জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেট পড়া শেষ করে লেগুনায় করে বাড়ি যাচ্ছিল কলিম উল্লাহ কলেজের চার শিক্ষার্থী। ভবেরচর কলেজ রোড সংলগ্ন সাত কাহনিয়া এলাকায় নোয়াখালী থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস লেগুনাটিকে ধাক্কা দিলে লেগুনাটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে লেগুনার নয়জন যাত্রী আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুপুর আড়াইটার দিকে আহত আমেনা আক্তার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হাশেম জানান, ভবেরচর কলেজ রোড সংলগ্ন সাত কাহনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নয়জন আহত হয়। দুপুর আড়াইটার দিকে আহত আমেনা আক্তার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।