আগুনে পুড়ে শিশুর মৃত্যু, বাঁচাতে গিয়ে দগ্ধ মা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/04/11/photo-1491926636.jpg)
কুড়িগ্রামের রৌমারীতে অগ্নিকাণ্ডে দুই বছর বয়সী এক ছেলেশিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সন্তানকে বাঁচাতে গিয়ে তার মা দগ্ধ হয়েছেন। তাঁকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের পালের চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আল আমিন। দগ্ধ হয়েছেন তার মা শাহিদা বেগম (২৫)।
রৌমারী থানার পুলিশ ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবীর হোসেন ঘটনাস্থল ঘুরে দেখেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ উপজেলার পালের চর গ্রামের আশরাফুল ইসলাম কাজের জন্য মাঠে যান। তাঁর স্ত্রী শাহিদা বেগম বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় রান্নার খড়ি নিতে বাইরে গেলে আচমকা চুলার আগুন ঘরে লাগে। মুহূর্তে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গ্রামবাসী ছুটে আসার আগেই তিনটি ঘর, আসবাসপত্র, ধান-চালসহ সবকিছুই পুড়ে যায়। এ সময় শোবার ঘরে ঘুমিয়ে থাকা শিশু আল আমিন পুড়ে মারা যায়। কোলের শিশুকে উদ্ধার করতে গিয়ে তার মা দগ্ধ হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
রৌমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল কবীর বলেন, আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার পরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।