জয়পুরহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/04/11/photo-1491927915.jpg)
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরে ডুবে সীমা আকতার ও রুপা পারভীন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত সীমা আক্তার ঢাকারপাড়া গ্রামের সবুজ মিয়ার মেয়ে ও রুপা পারভীন একই গ্রামের রকি হোসেনের মেয়ে। তাদের দুজনের বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে। শিশুদের মৃত্যুতে তাদের মা-বাবা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় কুসুম্বার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুক্তার হোসেন জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে পাশাপাশি বাড়ির ছোট্ট দুই মেয়ে সীমা ও রুপা বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলতে গিয়ে ওই পুকুরে পড়ে ডুবে যায়। বিকেল পর্যন্ত তাদের দেখা না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বিকেলে পুকুরের পানিতে শিশু দুটির লাশ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী শালাইপুর বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা করে ওই চিকিৎসক বলে অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু দুটির লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।