নাছিরের হাতে হাত মিলিয়ে কাজ করার ঘোষণা মহিউদ্দিনের
দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্ব ভুলে আগামীতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এ সময় আলোচনা মঞ্চে দুজনে হাতে হাত মিলিয়ে নগরীর সব সমস্যা সমাধানে ঐকবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।
আজ সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর শহীদ মিনার চত্বরে আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভার সঙ্গে এ ঘোষণা দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী।
যদিও গত ১০ এপ্রিল মহিউদ্দিন চৌধুরী এক সমাবেশে বলেছিলেন, মেয়র নাছির উদ্দিন ও চট্টগ্রামের তিন সংসদ সদস্য (এমপি) চট্টগ্রাম বন্দরকে নিয়ে ব্যবসার পাশাপাশি অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি খুন ও জমি দখলসহ নানা অনিয়মের সঙ্গে মেয়র জড়িয়ে পড়ছেন।
আজকের আলোচনা সভায় মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমি ও সাধারণ সম্পাদক (আ জ ম নাছির উদ্দিন) মিলে চট্টগ্রামের যে সমস্যা আছে তা সমাধানের চেষ্টা করব। এ জনসভায় দাঁড়িয়ে আমি আশ্বস্ত করছি, তাঁকে সর্বাত্মক সহযোগিতা করব।’
নগর আওয়ামী লীগের সভাপতি আরো বলেন, ‘খুনোখুনির বিষয়ে অনেক সময় অনেক কথা বলেছি। যা আজকে না-ই বা বললাম। আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে চলব।’ তাঁদের দুজনের ঐক্যে কেউ যেন ফাটল না ধরান সে বিষয়ে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
মহানগর আওয়ামী লীগের এ সভায় কমিটির সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও ইফতেখার সাইমুল চৌধুরী বক্তব্য দেন।