ছাগলকে খাস খাওয়ানোর সময় ট্রাকের চাপা, ২ নারী নিহত
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে দুই নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খোর্দ্দকাছুটিয়া এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীরা হলেন খোর্দ্দকাছুটিয়া এলাকার সাজেদা (৫৫) ও নাজমা বেগম (৩০)।
নাটোর হাইওয়ে পুলিশের সার্জেন্ট হামিদুল ইসলাম জানান, আজ দুপুরে খোর্দ্দকাছুটিয়া এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কের পাশে ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলেন সাজেদা ও নাজমা বেগম। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের দুজনকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যায়।