গাজীপুর সিটি করপোরেশনের বাজেট ঘোষণা
গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। আজ সোমবার বিকেলে মহানগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এক হাজার ৪১৩ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৯২৬ টাকার বাজেট ঘোষণা করেন তিনি।
প্রস্তাবিত বাজেটে এক হাজার ৪১৩ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৯২৬ টাকা আয় এবং এক হাজার ৩৯২ কোটি ২৬ লাখ ২৮ হাজার ৯০৪ টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেটে বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প, সরকারি ও বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) অনুদান হতে ৯১৩ কোটি ১৩ লাখ ৫২ হাজার ৭১১ টাকা সর্বোচ্চ আয়ের খাত দেখানো হয়েছে। এ ছাড়া রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ২৮৭ কোটি পাঁচ লাখ ৮০ হাজার টাকা।
বাজেট বক্তৃতায় ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান খান কিরণ বলেন, এ বাজেটে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা দূর, যানজট ও স্বাস্থ্যসেবাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বাজেটে রাস্তা, ড্রেন, কালভার্ট নির্মাণ, ওভারপাস নির্মাণ, স্ট্রিট লাইট স্থাপনের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, প্যানেল মেয়র আজমল হাসান ভুঁইয়া, হোসনে আরা সিদ্দিকী জুলি, হেলাল উদ্দিন, আজিজুর রহমান শিরিশ, জান্নাতুর রহমান, মোসলেম উদ্দিন চৌধুরী মূসা, গিয়াস উদ্দিন মোল্লা প্রমুখ।
২০১৩ সালের ৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। একই বছর ১৮ আগস্ট মেয়র অধ্যাপক এম এ মান্নান ও ৫৭ জন কাউন্সিলর এবং ১৯ জন নারী কাউন্সিলর দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নান বর্তমানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকায় এবার সিটি করপোরেশনের দ্বিতীয় বাজেট ঘোষণা করেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।