মংলায় রুদ্রের মৃত্যুবার্ষিকী পালিত
তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যুবার্ষিকী বাগেরহাটের মংলায় পালিত হয়েছে। গত রোববার কবির গ্রামের বাড়ি মিঠাখালীতে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে রুদ্র স্মৃতি সংসদ।
বৃষ্টি উপেক্ষা করে রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে বিকেলে সংসদ চত্বর থেকে একটি শোভাযাত্রা মিঠাখালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন রুদ্র স্মৃতি সংসদের সভাপতি ও কবির ছোট ভাই সুমেল সারাফাত। আলোচনা করেন মংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নূর আলম, সংসদের উপদেষ্টামণ্ডলির সদস্য আফজাল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রুদ্র ছিলেন তারুণ্যের দীপ্ত প্রতীক। সমাজের সব বৈষম্য, অন্যায়ের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন। রুদ্রের কবিতা ও গান এখন দুই বাংলায় সমান জনপ্রিয়। যত দিন বাংলাদেশ থাকবে তত দিন রুদ্র তাঁর কবিতা, গান নিয়ে বেঁচে থাকবেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংসদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটো।
পরে রুদ্রের কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন রুদ্রের গড়া সংগঠন অন্তর বাজাও ও স্থানীয় শিল্পীরা।