তলিয়ে যাচ্ছে চলনবিলের ফসল
তলিয়ে যাচ্ছে চলনবিল। আত্রাই নদীর পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে বিলের বিস্তৃত কয়েক হাজার হেক্টর জমির ধান।
নাটোরের গুরুদাসপুর উপজেলার কয়েক হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে পানিতে। আত্রাই নদীর পানি বেড়ে প্রথমে সিংড়া উপজেলার চলনবিল এলাকায় ঢুকে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় ১৫০০ হেক্টর জমির ফসল। অস্থায়ী বাঁধ দিয়ে প্রশাসন পানিপ্রবাহ ঠেকালেও এবার সেই পানিতে তলিয়ে যেতে শুরু করেছে চলনবিলের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ও বিয়াঘাট ইউনিয়নের কয়েক হাজার হেক্টর জমির উঠতি বোরো ধান। তলিয়ে গেছে ভুট্টাসহ অন্যান্য ফসলও।
ফসল বাঁচাতে কৃষকরা আধাপাকা ধান কাটার চেষ্টা করছেন। তবে শ্রমিক ও পরিবহনের অভাবে ব্যর্থ হচ্ছে সে চেষ্টাও।
আজ শুক্রবার সকালে দুর্গত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, জেলা প্রশাসক শাহিনা খাতুন ও কৃষি বিভাগের কর্মকর্তারা।
জেলা কৃষি বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম জানিয়েছেন, ক্ষতির পরিমাণ নিরূপণে সময় লাগবে।