হাওরে আ. লীগ নেতাদের দুর্নীতির সুযোগ দেওয়া হয়েছে
হাওরে ক্ষতিগ্রস্তদের তালিকা করার দায়িত্ব আওয়ামী লীগ নেতাদের দিয়ে দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন রিজভী।
এ সময় রিজভী বলেন, হাওরে দুর্ভিক্ষের শঙ্কা থাকলেও মানুষের অসহায়ত্ব নিয়ে তামাশা করছে সরকার।
রিজভী আরো বলেন, ‘হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। তারা তালিকা করবে আওয়ামী ঘরানার বেছে বেছে পছন্দের লোকদের দিয়ে। আর লাখ লাখ মানুষকে তারা ত্রাণসহায়তা থেকে বঞ্চিত করবে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি করার সুযোগ দেওয়ার জন্যই ক্ষুধার্ত, অসহায়, দুর্গত মানুষকে তাচ্ছিল্য করা হলো।’
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, পাহাড়ি পানির ঢলে ভয়াবহ বিপর্যস্ত হাওর এলাকার মানুষ এখন বিপন্ন, অসহায় অবস্থার মধ্যে ক্ষুধার্ত দিনযাপন করছে। সহায়-সম্বল হারিয়ে প্রায় নিঃস্ব হতে বসেছে সাড়ে আট লাখের অধিক পরিবার। অথচ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে মাত্র তিন লাখ ৩০ হাজার পরিবারকে সাহায্য দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে-হাওর অঞ্চলে প্রায় কোটির কাছাকাছি মানুষ খাদ্যঝুঁকির মুখে রয়েছে। আর ৫০ লাখ মানুষ ভয়াবহ খাদ্য সংকটের মুখে পড়েছে। অথচ দুর্গত এলাকাগুলোতে কোনো সরকারি ত্রাণ নেই বলে উল্লেখ করেন রিজভী।
বর্তমান আওয়ামী দুঃশাসনে কসমেটিকস উন্নয়নের ফটোসেশন দেখতে দেখতে জনগণ এখন ক্লান্ত হয়ে পড়েছে। আওয়ামী শাসকগোষ্ঠী যখনই ক্ষমতায় আসে, তখনই সারা দেশ লুটপাট করে জনগণকে পুঁইশাকের লতার মতো শুকিয়ে মারে। আর নিজেরা নাদুসনুদুস হয়ে জোর করে ক্ষমতায় বহাল থাকে বলে অভিযোগ করেন রিজভী।
রিজভী বলেন, ‘আমি বিএনপির পক্ষ থেকে সরকারকে বলতে চাই-জনগণের আহার, ক্ষুধা ও অসহায়ত্ব নিয়ে মশকরা করবেন না। দেশের সব রাজনৈতিক দল, বিভিন্ন এনজিও, নাগরিক ও সামাজিক সংগঠনগুলোর ত্রাণতৎপরতায় বাধার সৃষ্টি করবেন না।’
মে দিবস উপলক্ষে ২ অথবা ৩ তারিখে রাজধানীতে বিএনপির শ্রমিক সমাবেশের অনুমতির ব্যাপারে পুলিশ গড়িমসি করছে অভিযোগ করে রিজভী বলেন, বাংলাদেশের গণতন্ত্র এখন পুলিশের অনুমতির ওপর নির্ভর করছে। হাওরের বন্যাদুর্গত এলাকায় বিএনপি ও বেসরকারি সংস্থার ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি।