সিরাজগঞ্জে নদীভাঙন এলাকায় পানিসম্পদমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/24/photo-1435149735.jpg)
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। আজ বুধবার সকালে মন্ত্রী স্পিডবোটে করে ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ মণ্ডল, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান ইমামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
ভাঙন এলাকা ঘুরে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পানিসম্পদমন্ত্রী বলেন, নদীভাঙনে এই এলাকা আজ সর্বস্বান্ত। ভাঙনরোধে এরই মধ্যে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী শীত মৌসুমে এ কাজ শুরু হবে।
ভাঙন নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেওয়া হবে- এমন প্রশ্নের জবাবে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আপাতত বালুভর্তি জিও ব্যাগ ফেলা হবে। তবে সাময়িকভাবে ভাঙন রোধের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরে পানিসম্পদমন্ত্রী জাতীয় পার্টির এক জনসভায় যোগ দেন।