ছিটমহল নিয়ে দুই দেশের বৈঠক কাল
বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা ছিটমহল বিনিময় প্রক্রিয়া, সেখানকার বাসিন্দাদের পুনর্বাসন, নাগরিকত্বসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৃহস্পতিবার বৈঠকে বসছেন দুই দেশের কর্মকর্তারা।
বৈঠকে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড় জেলার জেলা প্রশাসকদের সাথে ভারতের কোচবিহার ও জলপাইগুড়ির জেলা শাসক (ডিএম) সার্বিক বিষয় নিয়ে কথা বলবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
একদিনের এ বৈঠক বাংলাদেশ সময় সকাল ১১টায় লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের ওপারে চ্যাংরাবান্ধায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধিদলের প্রধান ও কুড়িগ্রামের জেলা প্রশাসক এ বি এম আজাদ।
বুধবার রাতে কুড়িগ্রামের জেলা প্রশাসক এ বি এম আজাদ এনটিভি অনলাইনকে জানান, ‘বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধি দলে ছিটমহল আছে এমন চার জেলার জেলা প্রশাসকদের সঙ্গে থাকবেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি অধিদপ্তরের কর্মকর্তাসহ অন্যরা। এর বিপরীতে ভারতীয় পক্ষেও বিএসএফসহ সংশ্লিষ্টরা বৈঠকটিতে উপস্থিত থাকবেন।’
এ বি এম আজাদ আরো জানান, বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্বে দেবেন কোচবিহারের জেলা শাসক (ডিএম) পি উল্গানাথন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে ছিটমহল সংক্রান্ত বিভিন্ন তথ্য দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বিনিময় হওয়ার কথা রয়েছে। পাশাপাশি যাবতীয় প্রক্রিয়া কীভাবে বাস্তবায়িত হবে সে সম্পর্কেও চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
বিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে ছিটমহলবাসীরা কে কোন দেশে যেতে চায় তা নির্ধারণে অনুষ্ঠিতব্য জনগণনার তারিখও ঠিক করার কথা রয়েছে বৈঠকটিতে। মূলত এই বৈঠকটিতে হস্তান্তর প্রক্রিয়ার ‘রোডম্যাপ’ তৈরি হবে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।