কীর্তিনাশা নদী থেকে তরুণের লাশ উদ্ধার
শরীয়তপুরে কীর্তিনাশা নদী থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার নড়িয়া উপজেলার পাঁচক এলাকাসংলগ্ন নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
ওই তরুণের নাম রনি বেপারী (১৯)। ওই তরুণ উপজেলার আনাখণ্ড গ্রামের বাসিন্দা। রনি ভোজেশ্বর বাজারে একটি স্টিলের ফার্নিচারের দোকানের মিস্ত্রী। গতকাল মঙ্গলবার দুপুর থেকে রনি নিখোঁজ ছিল।
নড়িয়া থানা ও স্থানীয় বাসিন্দারা জানান, দুই বছর ধরে শাহ থাই গ্লাস অ্যান্ড স্টিল হাউস নামে একটি স্টিলের ফার্নিচারের দোকানে মিস্ত্রী হিসেবে কাজ করছিল রনি। বাড়িতে খাওয়ার কথা বলে মঙ্গলবার দুপুরে দোকান থেকে তিনি বের হন। এরপর আর তাঁর সন্ধান পাচ্ছিল না পরিবার। কোথাও খুঁজে না পেয়ে আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোজেশ্বর ও আশপাশের এলাকায় মাইকিং করা হয়। দুপুর সাড়ে ৩টার দিকে পাঁচক এলাকার কীর্তিনাশা নদীতে একটি লাশ ভেসে যেতে দেখে এলাকার মানুষ। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটি রনি বেপারির বলে পরিবারের সদস্যরা শনাক্ত করে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান। তিনি বলেন, ‘কীভাবে ছেলেটার মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে। আমরা ঘটনাটি তদন্ত করছি। এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।’
রনি বেপারীর বাবা ইলিয়াছ বেপারী বলেন, ‘আমরা গরিব মানুষ, পারিবারিক প্রয়োজনে ছোট বয়স থেকে ছেলেটা কাজ করে। আমাদের সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। কারা কেন তাকে হত্যা করল। আমি হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার চাই।’
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া বলেন, ‘লাশটি মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।’