কুলিয়ারচরে আগুনে পুড়ে গেছে ১৬ দোকান
কিশোরগঞ্জের কুলিয়াচরের বাজরা বাসস্ট্যান্ড এলাকায় আগুনে পুড়ে গেছে ১৬টি দোকান। এতে ৪০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
এ বিষয়ে মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন লিটন এনটিভি অনলাইনকে জানান, দুটি মার্কেটে ২৬টির মতো দোকান আছে। এর মধ্যে আগুনে ১৬টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বাসস্ট্যান্ড এলাকার হাফেজ আমির উদ্দিন ও মুসলিম উদ্দিন মার্কেটে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে কুলিয়ারচর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান কুলিয়ারচর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার মো. মোবারক হোসেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানায়, মার্কেটের জাহান মিয়ার বন্ধ মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তে অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। আগুন দেখে লোকজন প্রথমে পানি ছিটিয়ে নিজেরা নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরই মধ্যে দুটি মার্কেটের ১৬টি মুদি-মনোহরি, কনফেকশনারি, ওষুধ, স্বর্ণালংকার, সেলুনের দোকান পুড়ে যায়।