জনকণ্ঠের বিরুদ্ধে রাঙামাটিতে মামলা
দৈনিক জনকণ্ঠে প্রকাশিত একটি সংবাদে ‘গৌতম বুদ্ধ ও এবং রাঙামাটি রাজবন বিহারের ভাবমূর্তি’ নষ্ট করার অভিযোগ এনে পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকুল্লাহ খান মাসুদ, নির্বাহী সম্পাদক স্বদেশ রায় এবং প্রতিবেদক ফিরোজ মান্নার বিরুদ্ধে মামলা হয়েছে রাঙামাটিতে।
রাঙামাটি রাজবন বিহারের উপাসক উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ান বাদী হয়ে এই মামলা করেছেন। এই আগে এই রিপোর্টের প্রতিবাদে রাঙামাটির একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে প্রতিবেদনের জন্য জনকণ্ঠ কর্তৃপক্ষকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে, মামলা করার হুমকি দিয়েছিলো সংগঠনটি।
বৃহস্পতিবার রাঙামাটি আমলি আদালতের বিচারক সাবরিনা আলীর আদালতে এই মামলা করা হয়। আদালত মামলাটি এজাহার গণ্য করার জন্য রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
আদালতে বাদীপক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রাজীব চাকমা, অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, অ্যাডভোকেট দীপেন দেওয়ান প্রমুখ।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাজীব চাকমা জানিয়েছেন, সাম্প্রদায়িক উসকানির অস্থিতিশীলতা তৈরি এবং রাজবন বিহারের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে এই মামলা করা হয়েছে।
গত ২৪ এপ্রিল দৈনিক জনকণ্ঠে ‘পার্বত্য এলাকায় নতুন অশান্তি সৃষ্টির চেষ্টায় ভাবনা কেন্দ্র’ শীর্ষক এক সংবাদে গৌতম বুদ্ধ ও রাজবন বিহার সম্পর্কে আপত্তিকর সংবাদ পরিবেশ করার অভিযোগ এনে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে মানববন্ধন ও সমাবেশ করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।