পেট্রলবোমার আতঙ্ক ছড়িয়ে চট্টগ্রামে ছিনতাই
চট্টগ্রামের বহদ্দারহাটে চলন্ত বাসে পেট্রলবোমার আতঙ্ক ছড়িয়ে প্রায় চার লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেলে নগরের বহদ্দারহাট পেপসির মুখে এ ঘটনা ঘটে। পরে এক ছিনতাইকারীকে ধরে পিটুনি দিয়েছে জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাউজানের ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস আজ বহদ্দারহাট এবি ব্যাংক থেকে চার লাখ টাকা তুলেন। সংযুক্ত আরব আমিরাত থেকে ওই টাকা পাঠান ইদ্রিসের বড় ভাই আইয়ুব।
ইদ্রিস বলেন, ‘একটি কালো ব্যাগে ব্যাংক থেকে টাকা নিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্ট করি। একটি যাত্রীবাহী বাসে উঠার সময় পিছু নেয় ছিনতাইকারীর দল। বাসটি কিছুদূর যাওয়ার পর ব্যাগে পেট্রলবোমা আছে এমন গুজব ছড়িয়ে ছিনতাইকারীরা আমাকে বাস থেকে নামায়। এর মধ্যে পেট্রলবোমার আতঙ্কে দ্রুত বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। কেউ কেউ বাসের জানালা দিয়ে লাফ দেন নিচে। এ সময় আমাকে বেদম মারধর করে টাকার ব্যাগ নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারীদের একজন পা পিছলে পাশের নালায় পড়ে গেলে লোকজনের সন্দেহ হয়। লোকজন তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তাঁর নাম রিপন। রিপনের স্বীকারোক্তি মতে পরে আরো এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ।
চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম জানান, জনতার হাতে আটক রিপনকে পুলিশ উদ্ধার করেছে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অন্য ছিনতাইকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, পেট্রলবোমার কথা বলে টাকা ছিনতাইয়ের ঘটনা অভিনব। এই ঘটনায় ওই ব্যবসায়ী মামলা করেছেন।