বন্যাদুর্গতদের নিয়ে রাজনীতি করছে সরকার : নজরুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বন্যাদুর্গতদের নিয়েও রাজনীতি করছে সরকার। যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের পর্যাপ্ত সহায়তা দেওয়ার দাবি জানান তিনি।
আজ শুক্রবার হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন স্থানে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণের সময় বিএনপি নেতা এসব কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, সরকার মানুষের দায়িত্ব নিতে চায় না বলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে দুর্গত বলে ঘোষণা করছে না। তিনি এসব এলাকাকে দুর্গত হিসেবে ঘোষণার দাবি জানান। সেই সঙ্গে যেসব বাঁধ ভেঙে হাওর অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব বাঁধ মেরামতে জড়িত সবার শাস্তি দাবি করেন।
ত্রাণ বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র জি কে গউছ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম।
এদিকে, স্থানীয় নেতাকর্মীদের পাশ কাটিয়ে এ আয়োজন করায় বিএনপির একাংশের নেতাকর্মীরা হবিগঞ্জ-লাখাই সড়ক অবরোধ করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েকজন নেতাকর্মীকেও এ সময় মারধর করা হয়। এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, মাঠপর্যায়ের নেতাকর্মীদের বাদ নিয়ে ব্যক্তিবিশেষের আমন্ত্রণে ত্রাণ বিতরণের আয়োজন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো পরামর্শ বা দাওয়াত দেওয়া হয়নি।