নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
পঞ্চগড়ের সদর উপজেলায় হামিদা বেগম (৫০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার অমরখানা ইউনিয়নের টোকাপাড়ার নরদেবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামিদা গ্রামের মৃত কছিম উদ্দীনের স্ত্রী।
এলাকাবাসী জানান, ইফতারের পর হামিদা নামাজ আদায় করছিলেন। এ সময় চার দুর্বৃত্ত এসে তাঁকে কোপাতে থাকে। হামিদার পুত্রবধূ মর্জিনা বেগম রান্নাঘর থেকে বের হলে দুই দুর্বৃত্ত তাঁকেও লাঠি দিয়ে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান।
পরে জ্ঞান ফিরে পেয়ে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, লাশের সুরতহাল করা হয়েছে। আগামীকাল শুক্রবার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হবে।
অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান নুরু ঘটনাস্থল পরিদর্শন করেন।