হবিগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে টুথব্রাশ বিতরণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সব প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে টুথব্রাশ ও টুথপেস্ট বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফেসবুকে ‘আমার স্বপ্ন আমার বহরা’ নামে একটি পেজ খুলে তহবিল সংগ্রহ করেছিলেন স্থানীয় বাসিন্দা সংগীতশিল্পী ও এনটিভির সাউন্ড এডিটর সাখাওয়াত হোসেন পলাশ। সেই তহবিল থেকেই শিক্ষার্থীদের মধ্যে টুথব্রাশ ও পেস্ট বিতরণ করা হয়।
ইউনিয়নের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় দাঁতের যত্নের প্রতি সচেতনতা বাড়াতে টুথব্রাশ ও টুথপেস্ট বিতরণের জন্য ফেসবুক পেজে তহবিল সংগ্রহের আহ্বান জানান পলাশ। তাঁর ডাকে সাড়া দিয়ে অনেকেই সহযোগিতা করেন। পাশাপাশি এলাকার তরুণদের গড়া সোসাইটি ডেভেলপমেন্ট ক্লাস পক্ষ থেকেও সহযোগিতার দেওয়া হয়।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান। বক্তব্য দেন সহকারী শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, সাখাওয়াত হোসেন পলাশ, মনতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ হোসেন, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক বিলাল মিয়া।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, গ্রামের অনেক শিক্ষার্থী শিশুরা এখনো ছাই দিয়ে দাঁত পরিষ্কার করে। পলাশ ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে দাঁতের যত্ন সম্পর্কে এলাকার শিশুদের সচেতন করেছেন। এ উদ্যোগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে নেওয়া উচিত।
অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন পলাশ বলেন, ‘জীবিকার তাগিদে ঢাকা থাকলেও এলাকার মানুষের জন্য কিছু করে যাওয়ার চেষ্টা করি সব সময়। আমার বন্ধু ও সোসাইটি ডেভেলপমেন্ট ক্লাবের সহযোগিতায় বহরা ইউনিয়নের ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে টুথব্রাশ এবং টুথপেস্ট দিয়েছি। পাশপাশি দাঁতের যত্ন সম্পর্কে তাদের সচেতন করেছি। ভবিষ্যতে আরো ব্যতিক্রম কিছু করতে চাই।’