মেহেরপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
মেহেরপুরসহ পাঁচটি জেলায় একযোগে প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরে আজ শনিবার বেলা ২টা থেকে তিনটি কেন্দ্রে লিখিত পরীক্ষায় অংশ নেন পাঁচ হাজার ৫৪ জন পরীক্ষার্থী।
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম তৌফিকুজ্জামান জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এবার প্রথম ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণ করে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।