সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক গুলিবিদ্ধ
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলমগীর হোসেন নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে সাতক্ষীরার দেবহাটার কুলিয়ার খালপাড়ে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, ‘গুলিবিদ্ধ’ যুবক একজন পেশাদার মোটরসাইকেল ছিনতাইকারী। তাঁকে আটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, দেবহাটা থানা পুলিশের একটি টহল দল রাতে ওই এলাকায় টহল দিচ্ছিল। এ সময় তারা কুলিয়া থেকে একটি মোটরসাইকেল ছিনতাই হয়েছে বলে খবর পায়। পরে এসআই মো. জাকারিয়ার নেতৃত্বে টহল দলটি ছিনতাইকারীদের পিছু নেয়। টহল দলটি কুলিয়া খালপাড়ে এলে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ছিনতাইকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে আটক করে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয় বলে জানান এসআই কামাল হোসেন।
এসআই জানান, গুলিবিদ্ধ যুবকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি কালীগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা। আলমগীর মোটরসাইকেল ছিনতাই চক্রের সদস্য। তাঁর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মোটরসাইকেল ছিনতাইয়ের দুটিসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। বোমার স্প্লিন্টারে আহত পুলিশ কনস্টেবল মামুন হোসেন ও মাইনুল ইসলামকে দেবহাটার সখিপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
কামাল হোসেন আরো জানান, আলমগীরের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও মোটরসাইকেল ছিনতাইয়ের আরো একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।