দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ দুই চালক নিহত
পঞ্চগড়ের বোদা উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁদের দুই সহকারী।
আজ বুধবার বেলা ১১টার দিকে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের আরডিআরএস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
নিহতরা হলেন- বগুড়া জেলার মোকামতলা আলচন্দ্রপুর এলাকার আলম মিয়া (৪০) ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মুসা মিয়া (৫০)। আহতরা হলেন-ঝিনাইদহ এলাকার সোহাগ (২৫) ও তবারউদ্দিন (৫০)। এঁদের বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে টমেটো বোঝাই একটি ট্রাক বগুড়া যাচ্ছিল। একই দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক (ঝিনাইদহ থেকে) থেকে আসা একটি ট্রাক অপর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন।
খবর পেয়ে পঞ্চগড়, বোদা ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের তিনটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বোদা সাব স্টেশনের ম্যানেজার মো. নজরুল ইসলাম জানান, এক ঘণ্টা চেষ্টার পর নিহত ও আহতদের উদ্ধার করা হয়। এ সময় উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ ছিল। শত শত উৎসুক লোকজন ভিড় করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম দুর্ঘটনার কথা স্বীকার করে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।