বেপরোয়া বাস কেড়ে নিল ৩ জনের প্রাণ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের বৈশাখী পেট্রল পাম্প এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, যশোর থেকে কালীগঞ্জগামী শাপলা পরিবহনের একটি বাস (পাবনা-বা-১১-০০৭৮) একটি সাইকেলকে চাপা দেয়। এরপর রাস্তার পাশে একটি কড়ই গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসটির সামনের এক পাশ চুরমার হয়ে পৃথক হয়ে যায়। এই ঘটনায় শিশুসহ কমপক্ষে ৩৩ জন আহত হয়। স্থানীয় জনতা ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ভর্তি করে। আহতদের মধ্যে ১১ জনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনজনের মৃত্যু হয়। এর মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন কালীগঞ্জ শহরের বলিদাপাড়ার আমিনুল ইসলাম ও কলেজগেটপাড়ার ইব্রাহীম হোসেন।