সাতক্ষীরায় বজ্রপাতে নিহত ১
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাদপুর গ্রামে কৃষিকাজ করার সময় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। আজ রোববার সকাল সাড়ে ১০টায় বজ্রপাতের এই ঘটনা ঘটে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম এনটিভি অনলাইনকে জানান, কাদপুর গ্রামের মিতা সরদারের ছেলে রমজান আলী ( ১৯) ও একই গ্রামের বৃদ্ধ মিজানুর রহমান (৬০) বিলে ধান রোপনের কাজ করছিলেন। সকালে বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন রমজান। একই সময়ে আহত হন মিজানুর রহমান। তাঁকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।