সাঁথিয়ায় ভেজাল দুধের কারখানার সন্ধান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/28/photo-1435508593.jpg)
পাবনার সাঁথিয়ায় ভেজাল দুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার উপজেলার নাগডেমরা ইউনিয়নের পশ্চিম সোনাতলার নিত্য লাল ঘোষের বাড়িতে ওই কারখানার সন্ধান পাওয়া যায়। ভেজাল দুধ তৈরির দায়ে আদালত নিত্য লালের দুই ছেলেকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম জানান, নাগডেমরা ইউনিয়নের পশ্চিম সোনাতলার নিত্য লাল ঘোষের দুই ছেলে মানিক ঘোষ ও সুমন ঘোষ দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কারখানায় খুলে ভেজাল দুধ তৈরি করে প্রাণ কোম্পানিতে বিক্রি করে আসছিলেন। এ খবর পেয়ে আজ রোববার বিকেলে তিনি সেখানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দুই ভাইকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, থানার উপপরিদর্শক (এসআই) রফিকসহ সঙ্গীয় ফোর্স। এ সময় কারখানা থেকে ভেজাল দুধ তৈরির সোডা, গ্লুকোজ চিনি মিশ্রিত পানিসহ অন্যান্য উপাদান জব্দ করা হয়।