বিএনপি ১২০টি রেলস্টেশন বন্ধ করেছিল : রেলপথমন্ত্রী

রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ‘সারা দেশকে রেল যোগাযোগের আওতায় আনার জন্য কাজ করছে বর্তমান সরকার।’ তিনি আরো বলেন, ‘বিএনপি জোট সরকার রেলপথের উন্নয়নে কোনো কাজ করেনি। তারা ক্ষমতায় থাকার সময় ১২০টি রেলস্টেশন বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৬০টি স্টেশন চালু করেছে।’
আজ রোববার চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আমনুরায় বাইপাস রেললাইন ও নতুন স্টেশন ভবনের উদ্বোধনের সময় রেলপথমন্ত্রী মুজিবুল হক এ কথা বলেন। তিনি জানান, পর্যায়ক্রমে সব জেলার সঙ্গে রেল যোগাযোগ গড়ে তোলা হবে।
রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ, গোলাম মোস্তফা বিশ্বাস, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক কাজী রফিকুল আলম, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম প্রমুখ।
এর আগে নবনির্মিত আমনুরা বাইপাস রেলস্টেশনে পতাকা নেড়ে আন্তনগর ট্রেন ‘পদ্মা’র সংযোগ হিসেবে শাটল ট্রেনের উদ্বোধন করেন করেন মন্ত্রী।
২০১১ সালে ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জের এক জনসভায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী সরাসরি আন্তনগর ট্রেন চালুর ঘোষণা দেন। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীর রুটের আমনুরায় প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে এই বাইপাস রেললাইন ও নতুন স্টেশন ভবন নির্মাণ করা হয়।