পাবনায় গ্রেপ্তার ২, আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/29/photo-1435572396.jpg)
পাবনা শহর থেকে আলাদা অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার শহরের বেনিয়াপট্টি এলাকা থেকে একজনকে ও ঈশ্বরদী উপজেলা সদরের লোকশেড এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে এদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন মুরাদ হোসেন ও জুয়েল হোসেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, অস্ত্রসহ এক সন্ত্রাসী শহরের বেনিয়াপট্টি এলাকার একটি বাসায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাত ৪টার দিকে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মুরাদকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও চারটি গুলি জব্দ করে।
ওসি আহসানুল হক আরো জানান, গত ১০ জুন দিনের বেলায় জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমনের বাসায় ডাকাতি হয়। ডাকাতরা ১৫ লাখ টাকাসহ ৬০ ভরি স্বর্ণ নিয়ে যায়। এই ডাকাতি মামলায় গ্রেপ্তার হন যুবলীগ নেতা আরিফুর রহমান টিংকুর প্রধান সহযোগী মুরাদ হোসেন। তাঁর নামেও ডাকাতির মামলা রয়েছে।
অন্যদিকে আজ সকালে ঈশ্বরদী উপজেলা সদরের লোকশেড এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলিসহ জুয়েল হোসেনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে থানায় ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও পুলিশের দাবি।