রাজশাহীতে মুজাহিদের মুক্তির দাবিতে লিফলেট, আটক ১
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মুক্তির দাবি জানিয়ে লিফলেট বিতরণের সময় নাজমুল (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার দুপুর ১টার দিকে নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকা থেকে শাহ মখদুম থানা পুলিশ নাজমুলকে আটক করে। আটক নাজমুল নওগাঁর মান্দা উপজেলার বড়কই এলাকার বাসিন্দা। পরে সাইফুলের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে বিপুল ধর্মীয় বই, সরকারবিরোধী কর্মকাণ্ডের লিফলেট ও জামায়াতের চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করেছে পুলিশ।
শাহ মখুদম থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আমচত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় জামায়াত নেতা মুজাহিদের মুক্তি দাবি ও সরকারবিরোধী লিফলেট বিতরণের সময় নাজমুলকে আটক করা হয়। আটক নাজমুল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত এবং অর্থের জোগানদাতা হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী তাঁর ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে বিপুল জিহাদি বই, সরকারবিরোধী কর্মকাণ্ডের লিফলেট ও জামায়াতের চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে বলে হারুনুর রশিদ জানান।