বেসরকারি হাসপাতালে যেতে হয় ৭০ শতাংশ মানুষকে
দেশের মাত্র ২৭ শতাংশ মানুষ সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ পায়। প্রায় ৭০ শতাংশ মানুষকে চিকিৎসাসেবা নিতে হয় বেসরকারি হাসপাতাল থেকে। ওই বেসরকারি পর্যায়ে ২৮ শতাংশ মানুষকে চিকিৎসাসেবা দেন পাড়ার ওষুধের দোকানদার অথবা কম্পাউন্ডার।
আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশ করা ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে ২০১৪’-এর ফলাফলে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে ‘বস্তি শুমারি ও ভাসমান লোক গণনা’ জরিপেরও ফল প্রকাশ করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ব্যুরোর কার্যালয়ে এসব গবেষণা সম্পর্কে জানানো হয়।
জরিপের প্রকল্প পরিচালক জাফর আহম্মদ খান এসব প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ ও বিবিএসের সচিব কানিজ ফাতেমাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০১৪’ অনুযায়ী দেখা যায়, অসুস্থ হলে মাসে গড় চিকিৎসা খরচ দুই হাজার টাকার বেশি। জরিপ অনুযায়ী দেশে ধূমপানে আসক্ত মানুষের হার ৩০ শতাংশ। মদ পান করে ১২ শতাংশ মানুষ।
সর্বাধিক আক্রান্ত রোগের মধ্যে আছে-জ্বর, আলসার, বাত, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস। পাঁচ বছরের কম বয়সী শিশুদের অসুখের মধ্যে শীর্ষে আছে জলবসন্ত। জরিপ অনুযায়ী প্রায় ২৯ শতাংশ শিশুর জন্ম হয় অস্ত্রোপচারের মাধ্যমে।
এদিকে বস্তিশুমারি ও ভাসমান লোকগণনা ২০১৪-এর ফলাফল অনুযায়ী, বস্তিবাসীর সংখ্যা ২২ লাখ ৩২ হাজার ১১৪ জন। কাজের খোঁজে গ্রাম বা নিজ এলাকা ছেড়ে মানুষ বস্তিতে আসে। এটাই প্রধান কারণ। এরপর রয়েছে দরিদ্রতা, প্রাকৃতিক দুর্যোগ এবং নিরাপত্তাহীনতা।
জরিপ অনুযায়ী দেশে ভাসমান মানুষের সংখ্যা ১৬ হাজার ৬২১ জন।