উপকূলের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে যেসব জেলায় বিপদসংকেত দেখানো হয়েছে, সেসব জেলার স্থানীয় সরকারের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হয়েছে।
আজ সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে ছুটি বাতিল ও কর্মস্থলে যোগদানের এ নির্দেশ জারি করেছে।
বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় ‘মোরা’জনিত দুর্যোগ মোকাবিলায় সর্বোতভাবে জনগণের পাশে থাকার জন্য কর্মকর্তা ও কর্মচারীদের অনুরোধ জানানো হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।