রাঙামাটিতে ‘মোরা’য় বিধ্বস্ত ৩০০ ঘরবাড়ি
ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে রাঙামাটিতে কমপক্ষে ৩০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ঝড়ে দুজন নিহত হয়েছে।
রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ মানজারুল মান্নান জানান, মোরার প্রভাবে রাঙামাটি জেলায় অন্তত ৩০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া দুজন নিহত ও একজন আহত হয়েছে।
জেলা প্রশাসক বলেন, ‘ঝড়ে যারা মারা গেছে তাদের পরিবার প্রতি ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও টেলিফোন ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় আমরা একটু সংকটে আছি। তবে আশা করছি আজকের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’
‘উপজেলাগুলোর সার্বিক চিত্র আমরা এখনো পাইনি। সেটা পেলে বিস্তারিত জানানো যাবে। তবে প্রাথমিক ক্ষয়ক্ষতির ভিত্তিতে আমরা মন্ত্রণালয়ে আমাদের চাহিদাপত্র পাঠিয়েছি। আশা করছি ক্ষতিগ্রস্তদের পাশে আমরা সর্বাত্মকভাবে দাঁড়াতে পারব’, বলে মন্তব্য করেন জেলা প্রশাসক।
এদিকে আজ বুধবার সকাল থেকেই বিদ্যুৎ সংযোগ আস্তে আস্তে চালু হচ্ছে। সন্ধ্যার মধ্যে শহরের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।
রাঙামাটি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার জানিয়েছেন, ঝড়ে অন্তত ১৭টি বৈদ্যুতিক পিলার উপড়ে যায়। গাছ পড়ে বৈদ্যুতিক তার ছিড়ে গেছে। আজ সন্ধ্যার মধ্যেই রাঙামাটি শহরে বিদ্যুৎ দিতে পারবেন বলে জানান তিনি।