রাঙামাটিতে আধাবেলার অবরোধ চলছে
রাঙামাটির লংগদু উপজেলায় যুবলীগ নেতা হত্যাকাণ্ডের জেরে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আজ সোমবার রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে।
ভোর ৫টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে দুপুর ১২টা পর্যন্ত।
পাহাড়িদের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে এই অবরোধ চলছে।
গতকাল রোববার রাতে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে অবরোধের বিষয়টি জানানো হয়।
অবরোধের কারণে শহর থেকে দূরপাল্লার কোনো বাস ও লঞ্চ ছেড়ে যায়নি। অবরোধ চলাকালে রাঙামাটি শহরে কোনো ধরনের পিকেটিং বা সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে নানিয়ারচর উপজেলায় পিকেটিংয়ের খবর পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার দীঘিনালার চারমাইল এলাকা থেকে লংগদু সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়নের লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে নয়নের লাশ লংগদুতে তাঁর গ্রামের বাড়ি বাইট্টাপাড়া আনা হয়। সেখান থেকে লংগদুবাসীর ব্যানারে কয়েক হাজার বাঙালির একটি বিশাল শোক মিছিল উপজেলা সদরের দিকে যাচ্ছিল জানাজার উদ্দেশে।
হঠাৎ একই উপজেলার ঝর্ণাটিলা এলাকায় মারফত আলী নামের এক বাঙালির বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে—এমন খবর পেয়ে এই মিছিল থেকেই প্রধান সড়কের পাশের লংগদু উপজেলা জনসংহতি সমিতির কার্যালয়সহ আশপাশের পাহাড়িদের বাড়িঘরে ব্যাপক অগ্নিসংযোগ করা শুরু হয়।
আগের দিন রাতেই স্থানীয় পাহাড়িরা সম্ভাব্য গোলযোগের শঙ্কায় নিরাপদ স্থানে চলে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পাহাড়ি অধ্যুষিত তিনটিলা পাড়ার ব্যাপক অগ্নিসংযোগ করা হয়।