স্ত্রী নির্যাতনের মামলায় এসআই কারাগারে
স্ত্রীর কাছে যৌতুক চেয়ে নির্যাতন করার মামলায় নরসিংদীর পলাশ থানার এসআই (উপপরিদর্শক) সাখাওয়াত হোসেন ওরফে সোহাগকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা বেগমের আদালতে এসআই তাঁর আইনজীবী মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন।
অপরদিকে, অভিযুক্ত পুলিশের স্ত্রী ও মামলার বাদী ফাতেমা আক্তারের পক্ষে তাঁর আইনজীবী বাকী হোসেন জামিনের বিরোধিতা করে শুনানিতে অংশ নেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক উভয় পক্ষের শুনানি শেষে এসআই সোহাগের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী বাকী হোসেন এ বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
চলতি বছরের ১০ ফেব্রুয়ারি মামলার বাদী ফাতেমা আক্তার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ১-এ তাঁর স্বামী পুলিশের এসআইসহ চারজনের বিরুদ্ধে যৌতুক চেয়ে নির্যাতনের অভিযোগে মামলা করেন। অন্য আসামিরা হলেন মিলন, লিপি ও তফিজুল।
পরে বিচারক মামলাটি আমলে নিয়ে গত ২৫ জুন এসআইসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আজ আদালতে এসআই আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, গত বছর ২৬ জুন বাদীর সঙ্গে আসামির ১০ লাখ টাকা কাবিনে বিয়ে হয়। এরপর আসামি ও তাঁর স্ত্রী গত ১০ অক্টোবর আশুলিয়ায় বাদীর বাবার বাড়িতে বেড়াতে আসে। সেখানে গিয়ে আসামি বাদীর কাছে ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন এবং যদি যৌতুকের টাকা না দেওয়া হয়, তাহলে আসামি অন্য বিয়ে করবেন বলে বাদীকে হুমকি দেন। পরে বাদী ও তাঁর পরিবার টাকা দিতে অসম্মতি জানালে আসামি বাদীকে চরম নির্যাতন করেন।