৩০ ফেনসিডিল উদ্ধারের মামলায় তিনজনের যাবজ্জীবন
হবিগঞ্জে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন মামলার রায়ে এ দণ্ডাদেশ দেন।
আসামিরা হলেন সদর উপজেলার রিচি গ্রামের খোকন মিয়া, মঞ্জুরুল হক ও চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামের খলিল মিয়া। তাঁরা সবাই পলাতক।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৪ সালের ১৪ জানুয়ারি হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন অন্য পুলিশ সদস্যদের সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়ক থেকে সন্দেহভাজন তিন যুবককে আটক করেন। পরে তাঁদের কাছে থাকা একটি ব্যাগে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় উদ্ধার করা মাদকসহ তিন যুবককে সদর থানায় সোপর্দ এবং তাঁদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম।