পঞ্চগড়ে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাসের ধাক্কায় তহিরন নেছা (৭৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের বুড়াবুড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার বাড়ি তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে।
বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তারেক হোসেন জানান, ওই বৃদ্ধা পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি বাস ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ওই বৃদ্ধা নিহত হন।
ভজনপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান জানান, পুলিশ বাসটিকে আটক করে থানায় নিয়ে গেছে।