শাবি শিক্ষকদের এবার কর্মবিরতি
টানা ১০ দিন উপাচার্যের কার্যালয় ঘেরাও করে রাখার পর এবার কর্মবিরতি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবিরোধী আন্দোলনকারী শিক্ষকরা। এর ফলে আজ বৃহস্পতিবার আন্দোলনকারী শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস বা পরীক্ষায় অংশ নেননি।
আন্দোলনের মুখপাত্র অধ্যাপক ড. সৈয়দ শামছুল আলম এনটিভি অনলাইনকে বলেন, উপাচার্য মো. আমিনুল হক ভুইয়ার অপসারণ দাবিতে আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগ নেতা-কর্মীরা শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং হুমকি দেয়। এর প্রতিবাদেরই আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়।
এ দিকে শিক্ষকদের আন্দোলনের প্রতিবাদে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও মৌনমিছিল করেছে ছাত্রলীগ। দুপুর ১টায় মুখে কালো কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অবস্থান কর্মসূচি পালন করে। পরে ছাত্রলীগকর্মীরা ক্যাম্পাসে মৌন মিছিল করে।
গত ২২ জুন থেকে উপাচার্যবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর আন্দোলনকারী শিক্ষকরা প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান চালিয়ে আসছিলেন। এ সময় তাঁরা ক্লাস ও পরীক্ষা চালিয়ে গেছেন।